আরও পড়ুন: অপো’র নতুন স্মার্টফোন রেনো৪ শিগগিরই দেশের বাজারে
অপো রেনো৫ হ্যান্ডসেটটিতে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ ওলেড ডিসপ্লে যুক্ত করা হয়েছে। এতে ৯০ হার্জের রিফ্রেশ রেট এবং ২৪০০x১০৮০ পিক্সেলের রেজ্যুলিউশন পাওয়া যাবে। ফোনটির ডিজাইনও ব্যবহারকারীদের বেশ মুগ্ধ করবে। এর ডিজাইনকে ডায়মন্ড স্পেকট্রাম ডিজাইন হিসেবে আখ্যা দিয়েছে অপো। যা ফোনটিকে প্রিমিয়াম আউটলুক সাথে গ্লো ইফেক্ট এবং ১০০ ভাগ ফিঙ্গারপ্রিন্ট ফ্রি সুবিধা দিয়েছে। ফোনটির থিকনেস ৭.৮মিমি এবং এর ওজন ১৭১ গ্রাম। প্রসেসর হিসাবে ফোনটিতে থাকছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেট, সেই সাথে অ্যাড্রেনো ৬২০ জিপিইউ যুক্ত করা হয়েছে। ফোনটির উন্নত চিপসেট এবং গ্রাফিক্সের কারণে ভারী গেমগুলো যারা সময় নিয়ে খেলতে পছন্দ করেন তারা বেশ ভালো পারফরমেন্স পাবেন। রেনো৫ স্মার্টফোনটিতে রয়েছে ৮জিবি+১২৮জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে হ্যান্ডসেটটিতে অ্যান্ড্রয়েড ১১-এর কালারওএস ১১.১ দেয়া হয়েছে।
ব্যবহারকারীদের মধ্যে একটা ধারণা আছে যে ক্যামেরা ফোন মানেই অপো। নতুন এ ফোনটিতেও ব্যতিক্রম হয়নি। রিয়ার ক্যামেরা হিসেবে এতে চারটি লেন্স রয়েছে। একটি ৬৪ মেগাপিক্সেল, সাথে একটি ৮মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এ ছাড়া ভিডিও কল ও সেলফির জন্য এতে ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটিতে বেশ কয়েকটি আকর্ষণীয় অত্যাধুনিক ক্যামেরা ফিচার রয়েছে যা এর ব্যাবহারকারীদের দেবে ভিন্নতার ছোঁয়া। নতুন ক্যামেরা ফিচারের মধ্যে এর এআই মিক্স পোট্রেট দুইটি ভিডিওকে মার্জ করে একটি ইউনিক ভিডিও তৈরি করা যাবে। এছাড়াও এতে রয়েছে ডুয়েল ভিউ ভিডিও যার মাধ্যমে দুটি ক্যামেরা আলাদা করে ব্যবহারের মাধ্যমে তৈরি করা যাবে ফানি সব ভিডিও। এর এআই হাইলাইট ভিডিওয়ের মাধ্যমে আপনি রাতেও ভিডিও করতে পারবেন। যেখানে নিজ থেকেই এক্সট্রা লাইট সরবরাহ করবে রেনো৫। এছাড়াও যারা ফটোগ্রাফিতে আগ্রহী তাদের জন্যও রয়েছে বেশ কিছু অ্যাডভান্স টেকনোলজি।
আরও পড়ুন: দেশের বাজারে শিগগিরই আসছে অপো এফ১৭
এর ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরার আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে ১০৮ মেগাপিক্সেলের ছবি ধারণ করা যাবে। এতে উচ্চ রেজ্যুলেশনের ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এছাড়াও এতে নাইট ফ্লেয়ার পোট্রেইট ফাংশন মোড তো থাকছেই।
ফোনটিতে ৪৩১০ এমএএইচ-এর ব্যাটারি রয়েছে। যা দীর্ঘক্ষণ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এর ৫০ ওয়াটের ফ্লাশ চার্জিংয়ের সুবিধায় মাত্র ৫ মিনিট ফোনটি চার্জ করলেই ১৯% চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। যা দিয়ে ৩ ঘণ্টা ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। আর ফোনটি ফুলচার্জ হতে সময় নেবে মাত্র ৪৮ মিনিট। অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে ফোনটিতে ৫জি এসএ/এনএসএ, ডুয়েল ৪জি ভোলটি, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইউএসিবি টাইপ-সি পোর্ট রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের বাজারে এলো অপো এফ১৭ প্রো এবং অপো ওয়াচ
স্টেরি ব্ল্যাক এবং ফ্যান্টাসি সিলভারে এ দুটি ইউনিক কালারে অপোর বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে ফোনটি। এতসব অ্যাডভ্যান্স টেকনোলজি ফিচারের ফোনটির বাংলাদেশের বাজারে দাম রাখা হয়েছে ৩৫৯৯০ টাকা।
২০২১ সালে এসে যারা নতুন টেকনোলজির ফোনের সাথে দিনানিপাত করবেন বলে ভেবে রেখেছেন তারা অনায়াসেই ভরসা করতে পারেন অপো রেনো৫ ফোনটির উপর।
আরও পড়ুন: সাইড ফিঙ্গারপ্রিন্ট ও পাঞ্চহোল ক্যামেরা নিয়ে বাজারে অপো এ৯২